শিরোনাম
আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ১২
প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১১:১০
আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রবিবার তালেবান জঙ্গিদের একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।


কাতারে তালেবানদের সঙ্গে আফগান কর্তৃপক্ষের চলমান শান্তি আলোচনার মধ্যেই এই হামলা চালানো হল।


কাতারের রাজধানী দোহায় মার্কিন মধ্যস্থতাকারী ও আফগান প্রতিনিধিদের সাথে তালেবানদের শান্তি আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিতে ও দেশটিতে অবস্থানরত সৈন্যদের দ্রুত প্রত্যাহার করতে চাইছে। কিন্তু জঙ্গিদের পক্ষ থেকে সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটি ১৮ বছর ধরে গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছে।


গজনী প্রদেশের গভর্নরের মুখপাত্র আরেফ নূরী বলেন, নগরীর পূর্বাঞ্চলে গোয়েন্দাদের একটি ইউনিট লক্ষ্য করে রবিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালানো হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ্ মায়ার বলেন, এই হামলায় ১২ জন নিহত হয়েছে।


তিনি আরো বলেন, হামলায় ১৭৯ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এক ওয়াটসঅ্যাপ বার্তায় তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com