শিরোনাম
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ছিল লাতিন আমেরিকার ৫ দেশ
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ০৮:৪৭
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ছিল লাতিন আমেরিকার ৫ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ সরবরাহে বিপুল ঘাটতি দেখা দেয়ায় রবিবার অন্ধকারেই কাটালো আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের প্রায় পাঁচ কোটি ৫০ লাখ বাসিন্দা। বিদ্যুতের অভাবে নিষ্প্রদীপ থাকল ব্রাজিল ও চিলির বেশ কিছু অংশও।


আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এডেসার জানিয়েছে, এদিন বৈদ্যুতিক যোগাযোগ পরিষেবার ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশকে।


শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে বিদ্যুৎ পরিষেবা ফের সচল হলেও বাকি তিনটি দেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্রায় ২৪ ঘণ্টা ধরে দুর্ভোগ পোহাতে হয়।


সংবাদমাধ্যমকে দেয়া বিবৃতিতে এডেসার বলেছে, এদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়। ইলেকট্রিকাল ইন্টার কানেকশন সিস্টেমে বড় বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।


বিদ্যুৎ বিপর্যয় শুরু হলে থমকে পড়ে রেল যোগাযোগ এবং অকার্যকর হয়ে পড়ে সড়কে ট্রাফিক সিগনালিং সিস্টেম।


এ সময় দেশটির বিভিন্ন অংশে লোকজন স্থানীয় নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।


পরে একটি টুইট মারফত জানানো হয়, বুয়েনস আইরেসের ৭ লাখ গ্রাহককে ফের পরিষেবা দেয়া শুরু হয়েছে।


উরুগুয়ের এনার্জি কোম্পানি ইউটিই টুইট বার্তায় বলেছে, উরুগুয়ের উপকূলীয় এলাকায় বিদ্যুৎ এসেছে।


লাতিন আমেরিকার এই পাঁচ দেশের বেশ কিছু নাগরিক জানিয়েছেন, জীবনে এমন উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। এক আর্জেন্টিনীয় নাগরিক জানিয়েছেন, মজার কথা হল, বাড়িতে বিদ্যুৎ না থাকলেও মোবাইল ফোনে ইন্টারনেট দিব্যি কাজ করছে।


ঠিক কী কারণে এ হেন বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এডেসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ জরুরিভিত্তিক কার্যকরী পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। সূত্র: এই সময় ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com