শিরোনাম
এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু
প্রকাশ : ২৫ মে ২০১৯, ২০:৫১
এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ এবং আইরিশ দুই পর্বতারোহী শৃঙ্গ জয়ের স্বপ্ন বুকে নিয়ে দুর্গম পাহাড়ে মারা গেছেন।


শনিবার বিকেলে এভারেস্ট পরিবার এক্সপেডিশন থেকে মুরারী শর্মা জানিয়েছেন, ব্রিটিশ পর্বতারোহী ৪৪ বছরের রবিন ফিশার ভোরে বরফে মোড়া এভারেস্ট শৃঙ্গে পোঁছান। কিন্তু ফেরার পথে ঘটে অঘটন। মাত্র ১৫০ মি. নীচে নামতে না নামতেই তুষারঝড়ে আটকে যান তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়। পর্বতারোহণ সংস্থা থেকে পাঠানো গাইড বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।


অন্যদিকে, হিমালয় পর্বতের উত্তর তিব্বতের দিক থেকে শৃঙ্গে পৌঁছানোর চেষ্টা করেছিলেন বছর ছাপ্পান্নর এক আইরিশ পর্বতারোহী। যদিও তিনি এভারেস্ট বিজয় না করেই তিনি ফিরে আসছিলেন তাঁবুতে। ফেরার পথে তাঁবু থেকে ৭ হাজার মিটার উঁচুতেই মৃত্যু হয় তার। এমনটাই ফেসবুকে জানিয়েছে আয়োজক সংস্থা।


প্রসঙ্গত, গত সপ্তাহে এই দুই পর্বতারোহী ছাড়াও এভারেস্টে মারা যান আমেরিকা, অস্ট্রেলিয়া, আইরিশ এবং নেপালের মোট চার পর্বতারোহী।


আয়োজক সংস্থার মতে, এভারেস্টকে ছুঁতে গিয়ে গত এক সপ্তাহে ছয় জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।সূত্র: এনডিটিভি


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com