শিরোনাম
‘কোনো অবস্থাতেই’ তেহরান আলোচনায় বসবে না
প্রকাশ : ২৪ মে ২০১৯, ১৪:১৫
‘কোনো অবস্থাতেই’ তেহরান আলোচনায় বসবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের অধিকারকে সম্মান না জানালে ‘কোনো অবস্থাতেই’ তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিভান খোসরাভি।


বৃহস্পতিবার এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।


কিভান খোসরাভি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকারের প্রতি সম্মান জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড পরিহার করা না হচ্ছে ,ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থানে অটল থাকবো।


এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কোনো অবস্থাতেই আলোচনা হবে না।


খোসরাভি বলেন, এটা নিয়ে আলোচনায় বসার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা তেহরান সফর করছে। এসব প্রতিনিধির অধিকাংশ আমেরিকার পক্ষ থেকে আসছে।


তিনি আরো বলেন, এক্ষেত্রে আমরা ইরানের নীতি অনুযায়ী তেহরানের যুক্তি তুলে ধরে সাড়া দিয়েছি।


ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি সোমবার তেহরানে আসার পর বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক পরিচালক জেন্স প্লটার ইরানে আসেন। খবর: এএফপি


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com