গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৫
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:৪৩
গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই চলছে তাদের হামলা। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ ।


শনিবার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


আলজাজিরার প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী। দক্ষিণ রাফাহ এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক এবং গানবোটে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।


এর আগে বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন। গত কয়েক দিন ধেরেই রাফা, গাজা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরায়েলি সেনারা।


২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৫১ জনকে।


অতর্কিত এই হামলার জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি। ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।


উল্লেখ্য গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকার স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে ইসরায়েল। প্রতিদিনই ঘটছে নিহতের ঘটনাও। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর থেকে এ পর্যাপ্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন ফিলিস্তিনি।


এদিকে গাজায় যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত বাড়ানোর জন্য এবং ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনার জন্য সময় দেওয়ার জন্য একটি সেতু পরিকল্পনা প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com