
মালির পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। কেনিবা নামের ওই খনিটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এবং বেশ কিছু সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, একটি পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়েছিলেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশু সন্তান ছিল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশবাদী একটি সংস্থা।
একটি সূত্র এএফপিকে জানিয়েছে, যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে আগে খনি পরিচালনার দায়িত্বে ছিল চীনা একটি কোম্পানি। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
উল্লেখ্য, মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক দেশ এবং সেখানকার খনিগুলোতে প্রায়ই এরকম দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম এ দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ নিতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে, গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে এরকমই একটি স্বর্ণের খনিধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী।
এছাড়া, শনিবার যেখানে খনিধসের ঘটনাটি ঘটেছে, বছর দেড়েক আগে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]