জম্মু-কাশ্মীরে ভূমিকম্পের আঘাত
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৪
জম্মু-কাশ্মীরে ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল। এক বিবৃতিতে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)। তবে এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষতির কোনো সংবাদ আসেনি।


এনসিএসের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পের উৎপত্তিস্থল।


ভৌগলিক অবস্থানজনিত কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ জম্মু-কাশ্মীর। অনেক বড় আকারের বিধ্বংসী ভূমিকম্পের অতীত রেকর্ড রয়েছে এই অঞ্চলের। মূলত ভূমিকম্প থেকে আত্মরক্ষা নিশ্চিত করতেই এ রাজ্যের গ্রামাঞ্চলের লোকজন যে কাদামাটি দিয়ে তৈরি ঘরবাড়িতে বসবাস করেন।


এর আগে, ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে জম্মু-কাশ্মীরের ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: এনডিটিভি


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com