লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরী ডুবি, নিখোঁজ ১৭
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৭
লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরী ডুবি, নিখোঁজ ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লোহিত সাগরে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে যাওয়ার পর বিদেশিসহ ১৭ জন নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। আর উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।


বিবিসি জানায়, পর্যটকবাহী এই তরী ‘সী স্টোরি’ শনিবার মিশরের পর্যটন শহর মারসা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে এসেছিল। স্থানীয় সময় সোমবার ভোর ৫ টা ৩০ মিনিটের (০৩:৩০ জিএমটি) দিকে এটি বিপদ সংকেত পাঠায়।


৩১ জন পর্যটক এবং ১৪ জন ক্রু নিয়ে সী স্টোরি ৫ দিনের ভ্রমণে ছিল বলে জানিয়েছেন মিশরের রেড সী প্রদেশের গভর্নর অমর হানাফি। বেঁচে যাওয়াদেরকে মারসা আলম এর দক্ষিণে ওয়াদি আল জেমাল এলাকায় খুঁজে পাওয়া যায়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


মারসা আলমের স্থানীয় পরিষদ জানিয়েছে, সী স্টোরির ক্রুরা ছিলেন মিশরীয়। আর পর্যটকরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে কেউ ব্রিটিশ, কেউ স্প্যানিশ এবং একইভাবে জার্মান, মার্কিন, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান এমনকি চীনা নাগরিকও।


মিশরের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগর উপকূলে মারসা আলম একটি জনপ্রিয় পর্যটন শহর। এ শহরের আশপাশজুড়ে আছে ডাইভিং এলাকা এবং প্রসিদ্ধ সব প্রবাল প্র্রাচীরও।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com