ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত, বিপ্লবী গার্ডের জেনারেলসহ নিহত ২
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:২২
ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত, বিপ্লবী গার্ডের জেনারেলসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্ত এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি ছাদবিহীন খুদে উড়োজাহাজ (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে।


এই দুর্ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জেনারেলসহ অন্তত দুই সদস্যের প্রাণহানি ঘটেছে।


৪ নভেম্বর, সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছাদবিহীন খুদে উড়োজাহাজ দুর্ঘটনায় একজন জেনারেলসহ বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।


আইআরএনএ বলেছে, আইআরজিসির স্থল বাহিনীর একটি অতি-হালকা ছাদবিহীন উড়োজাহাজ দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে।


দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সিরকান শহরে দুর্ঘটনার কবলে পড়েছে সামরিক উড়োজাহাজটি। ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদক কারবারিদের সাথে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।


ফারস নিউজ এজেন্সি বলেছে, গোলেস্তান প্রদেশের নিনভা ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং তার পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত ব্রিগেডের ওই কমান্ডার সে সময় কেন দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক উড়োজাহাজে গিয়েছিলেন তা জানায়নি এই সংবাদমাধ্যমটি।


এর আগে, গত মাসে সন্দেহভাজন সুন্নি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অন্তত দশ ইরানি সীমান্তরক্ষী নিহত হন।


সূত্র: এএফপি, রয়টার্স।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com