ভারতে দুর্গাপূজার প্যান্ডেলে নির্বিচারে গুলি, আহত ৪
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
ভারতে দুর্গাপূজার প্যান্ডেলে নির্বিচারে গুলি, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশটির বিহার রাজ্যে দুর্গাপূজার একটি প্যান্ডেলে নির্বিচারে গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। গুলি লাগার পর দ্রুত তাদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।


১৩ অক্টোবর, রোববার সকালে রাজ্যটির আরাহ এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেল লক্ষ্য করে গুলি ছোড়ার পর পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করেছে।


এ ঘটনায় আহতরা হলেন আরমান আনসারি (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহি কুমার। আরমানের পেছনে, সুনিলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহির কোমড়ে গুলি লেগেছে।


হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, আহতদের মধ্যে দুইজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করতে হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।


পুলিশ জানিয়েছে, কী কারণে এ হামলা চালানো হয়েছে তা পরিষ্কার হয়নি। হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। আহত সুনিল জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে কোনো সতর্কতা না জানিয়েই গুলি শুরু করে।


এদিকে হামলার ঘটনায় ওই এলাকার মানুষ আতঙ্কিত রয়েছেন। দুর্গাপূজার এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com