
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এর আগে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা বোমা জাবালিয়ার বহুতল ভবনে পড়েছে। চারটি বাড়ি ধ্বংস হয়েছে। নিহত মানুষের মধ্যে নারী, শিশু ও প্রবীণ রয়েছেন।
ওয়াফা নিউজের তথ্য অনুযায়ী, হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন ১৪ জন।
গাজা নগরীর তুফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]