ফ্লাইট চলাকালীন মাঝ আকাশে মারা গেলেন পাইলট
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
ফ্লাইট চলাকালীন মাঝ আকাশে মারা গেলেন পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্সের একটি বিমানে এমন ঘটনা ঘটেছে। মাঝ আকাশে বিমানের ককপিটে ঢলে পড়েন পাইলট। এরপর তার মৃত্যু হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।


৯ অক্টোবর, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তার্কিশ এয়ারলাইন্সের মুখপাত্র ইয়াহিয়া উস্তুন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সিয়াটল থেকে আমাদের এয়ারবাস ৩৫০ বিমানটি উড্ডয়ন করে। সিয়াটল থেকে তুরস্কের ইস্তাম্বুলে আসার সময় বিমানের পাইলট ঢলে পড়েন।


তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা ব্যর্থ হওয়ার পর অপর পাইলট ও সহকারী পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু বিমান অবতরণের আগেই মৃত্যু হয় পাইলটের।


বিবার্তা/এনএইচ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com