
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দুটি গ্রামের দখল নিয়েছে তারা। গ্রাম দুটি কুরাখোভে শহরের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত। এই শহরটি পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের অন্যতম সামরিক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর মধ্য দিয়ে কুরাখোভ এলাকায় তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হলো।
৮ অক্টোবর, মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোলোটা নাইভা এবং জোরিয়ানে পারশে গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই গ্রাম মিলিয়ে সেখানে কয়েকশত বাসিন্দা বসবাস করে।
ইউক্রেন কর্তৃপক্ষ গ্রাম হারানোর বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি। তবে ইউক্রেনীয় জেনারেল স্টাফ স্বীকার করেছেন, কুরাখোভ সেক্টরের পূর্ব ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে বড় সংঘাত হয়েছে তাদের।
রুশ নিয়োগকৃত ডোনেস্ক প্রশাসনের একজন উপদেষ্টা ইগর ইগোর কিমাকোভস্কি বলেছেন, শহরের কেন্দ্রস্থলে চারদিক থেকে প্রবেশ করেছেন রুশ বাহিনীর সদস্যরা। সেখানকার বহুতল সব আবাসিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মঙ্গলবার রুশ হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন শহরতলির ডিনিপ্রো নদীর তীরে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
আর শহরটির মেয়র ইগর তেরেখভ বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক কিশোরসহ ২১ জন আহত হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের সামরিক ব্লগাররা বলেছেন যে রাশিয়ান সৈন্যরা শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দখল করার চেষ্টা করার সময় তারা রাশিয়ার প্রতিরোধের মুখে পড়ছেন। সূত্র: রয়টার্স
বিবার্তা/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]