ফিনিক্স পাখির মত জেগে উঠবে হামাস: খালেদ মেশাল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২১:৩৪
ফিনিক্স পাখির মত জেগে উঠবে হামাস: খালেদ মেশাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সঙ্গে বছরব্যাপী যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের। এতে করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড। এরপরেও রূপকথার ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে হামাস। এমনটাই বলছেন স্বেচ্ছায় নির্বাসনে থাকা দলটির নেতা খালেদ মেশাল।


৭ অক্টোবর, সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে কাতারের রাজধানী দোহায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মেশাল।


খালেদ মেশাল বলেন, ‘ফিলিস্তিনি ইতিহাস চক্রাকার। সংগ্রামের এক এক পর্যায়ে আমাদের অনেকে শহিদ হয়। সেইসাথে সামরিক সক্ষমতাও কিছুটা হারাই। কিন্তু ফিলিস্তিনি চেতনা পৌরাণিক ফিনিক্স পাখির মতো শক্তিশালী হয়ে ফিরে আসে। অনেক বছর বেঁচে এ পাখি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে। এরপর নিজের ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয়।’


তিনি জানান, এই এক বছরে হামাসের অনেক অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। কিন্তু হামাস যোদ্ধারা এখনও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম।


তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। কিন্তু হামাস এখনও তরুণদের নিয়োগ দিচ্ছে। এছাড়া গোলাবারুদ ও অস্ত্র উৎপাদনও অব্যাহত রয়েছে। আর যুদ্ধ পরবর্তী গাজার কী হবে সেটা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। এটিই হামাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।’


হামাসের এ মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলেছেন, তার সাক্ষাৎকারটি একটি সংকেত হিসাবে ধরা যেতে পারে। এতে মনে হচ্ছে হামাস ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের লড়াই চালিয়ে যাবে।


উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসের নেতৃত্বে ছিলেন খালেদ মেশাল। ১৯৯৭ সালে ইসরায়েল তাকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করলেও সে যাত্রায় বেঁচে যান। বর্তমানে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নেতা।


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com