ইমরানের পিটিআইকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৮:০৬
ইমরানের পিটিআইকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে সরকার পদক্ষেপ নিয়েছে।


শিগগিরই এ ইস্যুতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার।


১৫ জুলাই, সোমবার রাজধানীর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আতা তারার জানান, সংবিধানের ১৭ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।


তিনি বলেন, বিদেশি তহবিল গ্রহণ, ৯ মে’র দাঙ্গা, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস এবং সেই সঙ্গে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব ফাঁস- সব কিছু আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কী কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের ঘটনাপ্রবাহে যে ব্যাপারটি সরকার ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে এই দলটি দেশের অগ্রযাত্রাবিরোধী। দেশ যদি সামনে এগোতে চায়…তাহলে পিটিআইকে সঙ্গে নিয়ে তা সম্ভব নয়। এ কারণেই সংবিধানের ১৭ নম্বর ধারা অনুযায়ী আমরা পিটিআইকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছি। শিগগিরই সুপ্রিম কোর্টে এ ইস্যুতে প্রস্তাব পাঠানো হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com