পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৭:০৮
পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দলপ্রধান ঋষি সুনাক।


৫ জুলাই, শুক্রবার লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠ বিজয়ের পর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।


ঋষি সুনাক বলেন, সবার আগে আমি বলতে চাই, ‘আমি দুঃখিত’। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি। তিনি আরও বলেন, আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।


ভাষণ দেয়ার আগ মূহুর্তে সুনাক নিজের এক্স একাউন্টে লিখেন, আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন। এবং এটিই গুরুত্বপূর্ণ।


বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো ২টি আসনের ফল প্রকাশ বাকি।


যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।


সূত্র: রয়টার্স


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com