নাইজারে সামরিক অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৯:৫২
নাইজারে সামরিক অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুরকিনা ফাঁসো সীমান্তে সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার জবাবে আকাশ ও স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনী।


৪ জুলাই, বৃহস্পতিবার নাইজারের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুন সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট পশ্চিম নাইজারের তেরা অঞ্চলে ২০ সৈন্য ও এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।


এই হামলার প্রতিশোধে সেখানে সামরিক অভিযান চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী এই অভিযান এখনও চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।


এর আগের এক বিবৃতিতে নাইজারের সেনাবাহিনী বলেছে, তেরায় সৈন্যদের ওপর হামলার পরের দিন ওই অঞ্চলে অন্তত ৩০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল। বিমান হামলা চালিয়ে সন্ত্রাসীদের লড়াইয়ের রসদ ধ্বংস করে দেয়া হয়েছে।


পশ্চিম আফ্রিকার দেশ মালি ও বুরকিনা ফাঁসো লাগোয়া সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলে তেরার অবস্থান; যেখানে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সাথে সংশ্লিষ্ট স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় এক দশক ধরে রক্তাক্ত বিদ্রোহ চালিয়ে আসছে।


ওই এলাকায় প্রায়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে এসব বিদ্রোহীগোষ্ঠী। যে কারণে সেখানকার অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com