ইলন মাস্কের বিরুদ্ধে যৌন সম্পর্ক ও গর্ভধারণে বাধ্য করার অভিযোগ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৬:২৪
ইলন মাস্কের বিরুদ্ধে যৌন সম্পর্ক ও গর্ভধারণে বাধ্য করার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে তারই দুই প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার একজন ইন্টার্নসহ দুই কর্মচারীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, ইন্টার্নের সাথে যৌন সম্পর্কের পর গর্ভধারণে জোর করেছেন বলেও অভিযোগ উঠেছে ইলন মাস্কের বিরুদ্ধে।


এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। এতে দুই নারীর কথা বলা হয়েছে।


ওই দুই নারী ইলন মাস্কের টেসলায় কাজ করেছিলেন। তারা জানান, ইলন মাস্ক তাদের প্রতি অস্বাভাবিক মনোযোগ দিতেন। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে একজন ইন্টার্ন।


ওয়াল স্ট্রিট জার্নালের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলা একটি রীতি তৈরি করেছে যা সেখানে কর্মরত নারীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্ক নিয়মিত এলএসডি, কোকেন, এক্সট্যাসি এবং কেটামিনের মতো মাদক সেবন করে তার প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাথে সম্পর্ক করেন।


প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, স্পেসএক্সে কর্মরত এক নারীকে রাতে তার বাসায় যেতে বএলন ইলন মাস্ক। পরবর্তীতে সেই নারী কৌশলে তার প্রস্তাবকে না বলেন।


এর আগে ইলন মাস্কের বিরুদ্ধে নারী কর্মীদের প্রতি যৌন হয়রানি, নারীদের তুলনায় পুরুষদের বেশি বেতন দেয়া এবং যে নারী কর্মীরা তার প্রতি অভিযোগ করেছেন তাদের বরখাস্ত করার অভিযোগ উঠেছিল।


মূলত ইলন মাস্কের অস্কারে এই সংস্কৃতি গড়ে ওঠে বলে জানান ওই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হওয়া ভুক্তভোগী নারীরা।


টেসলার একাধিক প্রাক্তন মহিলা কর্মচারী অভিযোগ করেছেন, ইলন মাস্ক এই সংস্থার বেশিরভাগ মহিলা কর্মচারীকে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে দেখেন। তিনি সরাসরি কর্মীদের আমন্ত্রণ জানান যাদের তিনি ‘মনে করেন’ শয্যাসঙ্গী করা যাবে।


মাস্কের এই আচরণের কারণে অনেক নারীই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ২০১৬ সালে টেসলা থেকে অব্যাহতি নেওয়া এক নারী ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মাস্ক তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়ে বলেছিলেন, তিনি এই প্রস্তাব গ্রহণ করলে তাকে রেসিং ঘোড়া কিনে দেবেন মাস্ক। মাস্কের সেই সেক্সচ্যাটের রেকর্ড ওয়াল স্ট্রিট জার্নালকে দেখিয়েছেন ওই নারী।


স্পেসএক্স থেকে ২০১৩ সালে পদত্যাগ করা এক নারী জানিয়েছেন, তাকে নিজের সন্তান ধারণের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। এছাড়া তার সঙ্গে কয়েক বার সেক্স চ্যাট করার চেষ্টাও করেছেন তিনি। তবে ওই নারী আগ্রহ না দেখানোয় ব্যাপারটি আর এগোয়নি, তিনিও এক সময় চাকরি ছাড়তে বাধ্য হন।


তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন ইলন মাস্কের আইনজীবীরা। তারা বলেছেন, অভিযোগগুলোর বিরুদ্ধে এখনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com