৩ লাখ অননুমোদিত হজযাত্রীকে উচ্ছেদ করল সৌদি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৯:২৫
৩ লাখ অননুমোদিত হজযাত্রীকে উচ্ছেদ করল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন হজের আগে মক্কা থেকে অননুমোদিত প্রায় ৩ লাখ হজযাত্রীকে সরিয়ে দিয়েছে সৌদির নিরাপত্তা বাহিনী।


শনিবার (৮ জুন) সৌদি আরব এ ঘোষণা দিয়েছে।


ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। গত বছর ১ দশমিক ৮ মিলিয়ন মুসলিম হজ পালন করেছিল। হজের সময় হওয়া ভিড় পরিচালনা করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদির কর্মকর্তারা।


মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিকমাধ্যম এক্সে (টুইটার) জানিয়েছে, এক দশমিক ৩ মিলিয়নের বেশি অনুমোদিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।


সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গত কয়েক দিনে পবিত্র মক্কা নগরী, গ্র্যান্ড মসজিদ ও কাবাগৃহ থেকে যাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি এখানে প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় এসেছিলেন। এছাড়াও সৌদি আরবে অবস্থান করছেন কিন্তু মক্কার বাসিন্দা না ও হজ পালনের অনুমতি নেই এমন ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।


১৪ জুন থেকে হজ শুরু হবে। হজের আনুষ্ঠানিক অনুমতি ও হজের ভ্রমণ প্যাকেজগুলো ব্যয়বহুল হয়। আবার প্রতিটি দেশের জন্য হজযাত্রীর কোটা সীমিত থাকে। তাই অনেকে অনানুষ্ঠানিক মাধ্যমের দ্বারা হজ পালন করতে চায় ও চেষ্টা করে।


সূত্র: জিও নিউজ


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com