
শেষ হলো ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে নিজ আসনে হ্যাট্রিক জয় পেয়েছেন দেব। তৃতীয়বারের মতো ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
তবে এবার তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান আরও বেড়েছে। তিনি হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে যান দেব। ভোটে জিতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি। তারপর তিনি মনে করিয়ে দিলেন তাঁর পুরনো প্রতিশ্রুতি।
ভোটে জিতেই এক অন্যরকম প্রতিশ্রুতি দিলেন সিনেমা থেকে রাজনীতিতে আসা এই জনপ্রিয় অভিনেতা। এবার যখন তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তখনই জানিয়েছিলেন যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে।
সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন, আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।
তিনি আরো জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলেও, এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন যা তিনি নোট করে রেখেছেন। সেগুলোও তিনি ধীরে ধীরে সমাধান করবেন।
৪ জুন ভোট গণনার শুরু থেকেই কখনও দেব এগোচ্ছিলেন কখনও আবার হিরণ। কিন্তু শেষ পর্যন্ত তিনি হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে যান দেব। ভোটে জিতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]