ভারতের লোকসভা নির্বাচনে জয় পেলেন যে তারকা প্রার্থীরা
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৭:৩০
ভারতের লোকসভা নির্বাচনে জয় পেলেন যে তারকা প্রার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ৪ জুন ছিল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। ইতোমধ্যে, ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯টি আসনে এবার একাধিক তারকা প্রার্থী অংশ নিয়েছিলেন। তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি। আবার কারও তারকা খ্যাতি কাজে লাগেনি নির্বাচনের ময়দানে।


বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপি, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষান, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ। তবে জিততে পেরেছেন মাত্র পাঁচ তারকা। জয়ী তারকারা হলেন হেমা মালিনী, কঙ্গনা রানাউত, রাজ বব্বর, অরুণ গোভিল এবং রবি কিষান।


এদিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন ছয় তারকা। তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন।


পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে হ্যাটট্রিক করলেন টালিউড অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী। বিজেপি সমর্থিত আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে হারিয়েছেন তৃণমূলের প্রতীকে নির্বাচন করা এই তারকা।


ফলাফলে দেখা গেছে, দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। অর্থাৎ দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।


অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ৫ লক্ষ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের হাসি হাসলেন রচনা।


পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়।


এদিকে মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। মঙ্গলবার ভোটের গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে।


অনেকে মনে করেছিল, হয়ত এ যাত্রায় মেদিনীপুর থেকে গেল বিজেপির। কিন্তু শেষ পর্যন্ত জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে। ৩২ হাজারের বেশি ভোটে বিজেপিকে হারালেন তৃণমূলের জুন মালিয়া।


অন্যদিকে বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী।


বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।


অন্যদিকে আসানসোল আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com