
নজিরবিহীন তাপদাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ৩১ মে, বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, নয়াদিল্লির শহরতলীর মুঙ্গেশপুর এলাকায় বুধবার দুপুর আড়াইটায় সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড সৃষ্টি হয়, যা রাজস্থানের মরুভূমির আগের রেকর্ড তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি।
তাপমাত্রা বাড়তে থাকার কারণ নিয়ে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই শহরের উপকণ্ঠের অঞ্চলগুলোকে আঘাত করে।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে অল্প সময়ের জন্য বৃষ্টিও হয়েছে, যা আর্দ্রতার মাত্রা বাড়াতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ দিল্লিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
এদিকে ভারতের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের অধিকাংশ জায়গায়; দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু জায়গায় এবং হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের দু-এক জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]