
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৭ জন মারা গেছেচ। এ ঝড়ের আঘাতে একটি ভবন ও একটি ফুয়েল স্টেশন ধ্বংস হয়ে যায়। ভবনটিতে কিছু মানুষ আশ্রয় নিয়েছিলেন।
স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে প্রবল ঝড় আঘাত হানে টেক্সাস এবং ওকলাহোমাতে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ডালাসের কুক কাউন্টি এবং টেক্সাস।
কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটোন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।
তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এখনো উদ্ধার অভিযানে রয়েছি। আশা করছি জীবিতদের উদ্ধার করতে পারব।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ফুয়েল স্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। লোহার ভাঙাচুড়া অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ওকলাহোমার মায়েস কাউন্টিতে দুইজন নিহত হয়েছেন। ঝড়ে ডালাসে একটি লরি উল্টে গেছে। এতে করে সেখানকার একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। শনিবার জাতীয় আবহাওয়ার সেবা টেক্সাস এবং ওকালহোমায় টর্নেডোর সতর্কতা জারি করে। ওই এলাকা গত কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলকে ‘টর্নেডো অ্যালে’ নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে আঘাত হানে সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো। প্রতি বছরের মে মাসেই শক্তিশালী টর্নেডোগুলো আঘাত হেনে থাকে।
সূত্র: বিবিসি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]