
যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে জরুরি পরিষেবা ওই এয়ারক্রাফটি বিধ্বস্তের কথা জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি পরিসেবা বিমানটি বিধ্বস্তের খবর জানিয়েছে।
রয়েল এয়ার ফোর্স জানিয়েছে, বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আরএএফ।
এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়েল এয়ার ফোর্স (আরএএফ) কর্তৃপক্ষ। ওই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানোনো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি।
লিংকনশায়ারের পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়, এটি রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল।
এ ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ডগলাস ডিসি-৫৪ নামের ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এটি স্থানীয় সময় সকাল ১০টার দিকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই তানানা নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যম জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ডগলাস ডিসি-৫৪ সিরিজের বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্ত হয়েছিল। বর্তমানে বিশ্বে এ ধরনের অল্পকিছু বিমান চালু রয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]