হজ পালন সহজ করতে সৌদির ডিজিটাল ব্যাগ সিস্টেম চালু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ২১:০৩
হজ পালন সহজ করতে সৌদির ডিজিটাল ব্যাগ সিস্টেম চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাজীদের হজ ও ওমরা পালন সহজ করতে সৌদি সরকার ডিজিটাল ব্যাগ সিস্টেম চালু করেছে। সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এ ‘ডিজিটাল ব্যাগ’ কর্মসূচি শুরু করার ঘোষণা দেয়।


সৌদি আরবের ধর্মমন্ত্রণালয় জানায়, এ ব্যাগ প্রোগ্রামের মাধ্যমে হজ ও ওমরা পালন সহজ হবে। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে।


ডিজিটাল ব্যাগ কী


ডিজিটাল ব্যাগ প্রোগ্রামটির মাধ্যমে বিখ্যাত ইসলামিক পণ্ডিত তথা আলেমদের কাছ থেকে বুকলেট ও নোট পাবে প্রতিনিয়ত। যেগুলোর মাধ্যমে হজ ও ওমরা পালন সহজ থেকে সহজতর হয়ে যাবে। এর লক্ষ্য হলো- ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা।


কীভাবে ডিজিটাল ব্যাগ ব্যবহার করবেন?


ডিজিটাল ব্যাগের এ প্রোগ্রামের একসেস পেতে নিচের নির্দেশিকা অনুসরণ করতে হবে।


১. প্রথমে বারকোড স্ক্যান করতে হবে। আপনি হজ কিংবা ওমরা পালনের যে গাইড লাইন পেতে চান সেটি সিলেক্ট করলে আপনাকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বই সরবরাহ করা হবে। আপনার প্রয়োজনীয় পুস্তিকাটির জন্য বারকোড স্ক্যান করতে হবে। বারকোড স্ক্যান করলেই প্রয়োজনীয় বইটি চলে আসবে আপনার স্ক্রিনে।


২. একসেস পেতে হবে। একসেস বোতামে আলতো চাপুন। আপনি এখন পুস্তিকাটির সম্পূর্ণ বিষয়বস্তুতে একসেস পাবেন।


৩. শেয়ার করতে পারবেন যে কারো সঙ্গে। একবার আপনার কাছে পুস্তিকাটি হয়ে গেলে, এটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। যেন তারাও এর জ্ঞানে উপকৃত হতে পারেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com