
আফ্রিকার দেশ সুদানের একটি গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় অন্তত ২০ জন বেসামরিক নিহত হয়েছেন।
৭ মার্চ, রবিবার স্থানীয় অধিকারকর্মীদের বরাতে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার উম আদম নামে গ্রামটিতে হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।
এই হামলায় আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তা আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী ও তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। শুধু দারফুর অঞ্চলেই প্রাণ হারিয়েছে ৫০ হাজার।
এছাড়া যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে ৮৫ লাখ মানুষ। দেশটির আগে থেকেই নড়বড়ে অবকাঠামো ভেঙে পড়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে দেশটির জনগণ।
মানাকিল হাসপাতালের এক সূত্র জানায়, তাদের হাসপাতালে ২০০ জন আহত ভর্তি হয়েছেন। রক্তের সংকট তৈরি হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীও নেই তাদের।
জাতিসংঘের হিসেব অনুযায়ী সুদানের স্বাস্থ্য ব্যবস্থার ৭০ শতাংশ অচল হয়ে পড়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]