
আগামী ৯ মে দ্বিপাক্ষিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
২৯ মার্চ, শুক্রবার এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রয়টার্স বলেছে, ২০২০ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউজে এটিই হতে যাচ্ছে এরদোয়ানের প্রথম বৈঠক।
ওই কর্মকর্তা বলেছেন, তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম আজ মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এসময় এরদোয়ানের পরিকল্পিত সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।
তুরস্কের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের পরিকল্পিত ওয়াশিংটন সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]