
অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহ থেকে ছয় মাসের জন্য পেট্রল রফতানি নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশে রফতানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন, যা ১ মার্চ থেকে কার্যকর হবে। গত বছরের শুরুর দিকেও অভ্যন্তরীণ বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধি দেখা দেয়ায় এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
রুশ সংবাদমাধ্যম আরবিসি জানায়, উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক ২১ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার প্রস্তাব করেন। এতে তিনি অভ্যন্তরীণ বাজারের চাহিদার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে খুব শিগগিরই জ্বালানির চাহিদা তৈরি হবে। এই চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেয়া জরুরি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউরেসিয়ান ইকোনমিক ইউনিউদের সদস্যরাষ্ট্রগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিস্তান, মঙ্গোলিযা ও উজবেকিস্তান এই জোটের সদস্য।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]