
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ৭৫ বাংলাদেশিসহ ৯০ বিদেশি কর্মীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গেফতার করে।
মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি জানান, মধ্যরাতে টানা তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে বাংলাদেশি ৭৫, মিয়ানমারের ৪, ইন্দোনেশিয়ার ১০ ও পাকিস্তানের একজন রয়েছেন।
মেলাকা ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, তামান কোটা লাকসামানা এলাকায় অনেক অবৈধ বিদেশি শ্রমিক নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন- স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সেখান থেকে ১১৭ জনকে চিহ্নিত করে ইমিগ্রেশন বিভাগ। তাদের অনেকেই জাল কাগজপত্র তৈরি করে মালয়েশিয়ায় থাকছিলেন, আবার অনেকের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে গেছেন। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন।
এছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]