
বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের নিবন্ধিত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার পরে ক্রুরা জাহাজটি ছেড়ে পালিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালীর কাছে রুবিমার নামের জাহাজটিতে হামলা চালায় হুতি যোদ্ধারা।
হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে।
যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছে, একটি জাহাজে হামলার পর সেটির ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে।
গেল বছরের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। তাদের হামলায় এখন পর্যন্ত যত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; সেগুলোর মধ্যে রুবিমার সবচেয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
হুতি হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বে সমুদ্র পথে যত বাণিজ্য হয়, তার ১২ শতাংশ এই লোহিত সাগর দিয়ে হয়। এদিকে হুতিদের ঠেকাতে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনের বিভিন্ন স্থারে হুতিদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]