
পারিবারিক কলহের জের ধরে ইরানের দক্ষিণাঞ্চলের ফারিয়া শহরে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন ৩০ বছরের এক যুবক। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দক্ষিণ—পূর্ব ইরানের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি’র এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হত্যাকারী যুবক ১২ জন আত্মীয়কে কালাশনিকভ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছেন। কারমান প্রদেশের প্রাদেশিক প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে শনিবার জানায় ইরানের বার্তা সংস্থা আইআরএনএ।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ওই ব্যক্তি নিজেও নিহত হন।
গুলি করে এত বেশি মানুষ হত্যা করার ঘটনা ইরানে বিরল। দেশটির জনসাধারণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি রয়েছে। শুধু শিকারের কাজে জন্য বন্দুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
এ বছর জানুয়ারিতে ওই একই প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে একজন প্রশিক্ষণার্থী গুলি করে অন্তত পাঁচ সেনাকে হত্যা করে পালিয়ে যান।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]