
ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে গিয়ে আটক হয়েছেন তিন রোহিঙ্গা। মালয়েশিয়া পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে আসা তিনজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। গত সোমবার তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম। তারা কক্সবাজার ও টেকনাফের ঠিকানা ব্যবহার করে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ মিশনে ট্রাভেল পারমিট নিতে আসেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সরবরাহ করা তথ্য পর্যালোচনা করে দেখেন, ওই নাম-ঠিকানা ব্যবহার করে কিছুদিন আগে তিনজন বাংলাদেশি নাগরিককে ইতোমধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাভেল পারমিট পাওয়ার জন্য এক দালালকে ৪ হাজার রিঙ্গিত দিয়েছেন তাার। মালয়েশিয়ার পুলিশের সহায়তায় ওই দালাল চক্রের সন্ধান করছে হাইকমিশন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]