
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে তরল গ্যাসবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। নিহত ৬ জনের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
২৪ জানুয়ারি, বুধবার সকালে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) তাদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে।
ওয়েবসাইটে জানানো হয়, ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের কর্মী। আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের ১০ জন অগ্নিদগ্ধ, এক শিশু বিষক্রিয়ায় আক্রান্ত এবং বাকি ৩ শিশুকে পরিচর্যার জন্য ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]