ভারতে অবতরণের সময় ছিটকে গেল মিয়ানমারের সামরিক বিমান
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:২৭
ভারতে অবতরণের সময় ছিটকে গেল মিয়ানমারের সামরিক বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল মিয়ানমার সামরিক বাহিনীর একটি বিমান। এতে ৮ জন আহত হয়েছেন। বিমানটি ভারত থেকে মিয়ানমারের সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল।


২৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি বিমানটি। পিছলে গিয়ে রানওয়ের বাইরে ছিটকে পড়ে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সঙ্গে ১৪ জন আরোহী ছিলেন।


এএনআই বলছে, ১৪ জনের মধ্যে ছয়জন আহত হয়েছেন, আর আটজন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।


জানা যায়, জাতিগত সংঘর্ষ থেকে বাঁচতে মিয়ানমারের বিপুল সংখ্যক সৈন্য ভারতে আশ্রয় নিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) থেকে তাদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। প্রথম দিনে ১৮৪ জন মিয়ানমারের সেনাকে দেশে পাঠানো হয়েছে। বাকি সেনাদের আজ প্রত্যাবাসন করা হবে। তাদের নিতেই পর্বতে ঘেরা বিমানবন্দরটিতে মিয়ানমার সামরিক বাহিনীর প্লেনটি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com