
উত্তর কোরিয়া সফরে যেতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২১ জানুয়ারি, রবিবার এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী চো সুন হুইয়ের রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্টকে এ আমন্ত্রণ জানানো হয়। সেটি গ্রহণও করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদও জানান তিনি।
এক সপ্তাহ আগে রাশিয়া সফরের যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থন জানানোয় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। এছাড়া, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উস্কানিমূলক আচরণে উদ্বেগও জানান তিনি।
উল্লেখ্য, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্টের প্রথম সফর।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]