
গাজা এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব ইসরায়েল কোনভাবেই মানবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এ কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গাজায় হামাসের ধ্বংস ও ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মাধ্যমে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু বলেন, গাজায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব মানে না ইসরায়েল।
বাইডেন ফোনালাপের পরে বলেন, তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহু ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার কিছু ব্যাপারের সঙ্গে একমত হতে পারেন। তবে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে কোন আপস করা হবে না।
অন্যদিকে ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় ১শ ৬৫ ফিলিস্তিনি নিহত ও ২শ ৮০ জন আহত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজারের কাছাকাছি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]