মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে ভারত
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৪৫
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।


শনিবার (২০ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করা হবে।


মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতে পালিয়ে যাচ্ছেন। গত তিন মাসে মিজোরাম রাজ্যে প্রায় ৬০০ মিয়ানমারের সেনা প্রবেশ করেছেন।


মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষ বিনা ভিসায় একে অন্যের দেশে যাতায়াত করতে পারেন। একে ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর বলা হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার পাশাপাশি বিনা ভিসায় দুই দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করা হবে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অন্য দেশে আসতে ভিসা প্রয়োজন হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।


সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com