
সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ায় নিযুক্ত ইরানের ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের ৪সদস্য নিহত হয়েছেন।
২০ জানুয়ারি, শনিবার ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
একটি বিশ্বস্ত সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ‘সেফ হাউজ’ লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যে হামলা চালিয়েছে; সেটির প্রতিশোধ নিতে ইসরায়েল বিপ্লবী গার্ডের একটি গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে সিরিয়ার আজ হামলা চালিয়েছে। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।
সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।
এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]