ইউক্রেন সমস্যা সমাধানে মোদিকে পাশে চান পুতিন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯
ইউক্রেন সমস্যা সমাধানে মোদিকে পাশে চান পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত প্রায় দুই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে চান রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।


সম্প্রতি মস্কোতে ৫ দিনের সরকারি সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সফরে স্থানীয় সময় বুধবার (২৭ ডিসেম্বর) ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আলোচনায় প্রাধান্য পায় দক্ষিণ এশিয়ার ভু-রাজনীতি ও ইউক্রেন ইস্যু।


পুতিন জানান, প্রায় দুবছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে চায় মস্কো। বিশ্বব্যাপী যতোই রাজনৈতিক অস্থিরতা চলুক ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বৈঠকে জয়শঙ্করকে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের অবসান করে রাজনৈতিক পন্থায় ও শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন ইস্যু সমাধান করতে মস্কো আগ্রহী এবং এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পরামর্শ এবং সহযোগিতা চাইছেন তিনি।


জয়শঙ্কারকে তিনি বলেন, আমরা খুবই খুশি হবো, যদি আমাদের বন্ধু (ভারতের) প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে আসেন। (গত দুবছরে) বেশ কয়েকবার তার (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার কথা হয়েছে এবং ইউক্রেনের পরিস্থিতি কেমন, বর্তমানে সেখানে কী চলছে- সে সম্পর্কে আমি তাকে বিস্তারিত জানিয়েছি।


এবং আমি জানি যে, এই ইস্যুটি রাজনৈতিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করতে তার পক্ষে যতখানি করা সম্ভব- তা তিনি করতে চান। তিনি যদি মস্কো সফরে আসেন, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারব এবং আমার বিশ্বাস, সেই আলোচনা থেকে একটি উপায় বেরিয়ে আসবে।


বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জয়শঙ্কর। সেই সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের সাম্প্রতিক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত তিনি।


পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের দুই শীর্ষ নেতার মধ্যে টেলিফোনে নিয়মিতই যোগাযোগ হয় এবং আগামী বছর প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। আমার বিশ্বাস, শিগগিরই সেই বৈঠক হবে।


চলতি সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে সামরিক ও অর্থনৈতিক খাতে দুই দেশের অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে বুধবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়শঙ্কর।


প্রসঙ্গত, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের জেরে ইউক্রেনের সঙ্গে কয়েক বছর টানাপোড়েন চলার পর পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে এবং অভিযানের গত দুই বছরে ইউক্রেন ও রুশ বাহিনীর হাজার হাজার সেনা সদস্য ও ইউক্রেনের বেসামরিক লোকজন নিহত হয়েছেন।


এই যুদ্ধের শুরু থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো এবং কিয়েভ- উভয়কেই শান্তিপূর্ণভাবে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com