লোহিত সাগরে দুটি পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:৪৪
লোহিত সাগরে দুটি পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে আরও দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। লোহিত সাগরে গতকাল সোমবার দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায় হুতিরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


সোয়ান আটলান্টিক ও এমএসসি ক্লারা নামক জাহাজ দুটিতে হামলা প্রসঙ্গে সোমবার হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, জাহাজ দুটির ক্রুরা তাদের কলে সাড়া দিতে ব্যর্থ হওয়ার পরে আক্রমণগুলো চালানো হয়।


হামলায় পানামার ট্যাংকার জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে আগুন ধরে যায় একটি জাহাজের অংশে।


লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। হুতিরা বলছে, গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে তারা।


বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, সামুদ্রিক বিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়। জাহাজ দুটির সাথে ইসরায়েলি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর এই হামলা চালানো হয়। এদিকে, জাহাজ দুটিতে হামলার সংবাদ পেয়ে ওই অঞ্চলে অভিযান চালায় মার্কিন ডেস্ট্রয়ার।


সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা আলী আল-কাহোম আগেই বলেছেন, তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা পশ্চিমারা যতই হুমকি দিক, অধিকার আদায়ে ফিলিস্তিনিদের পক্ষে থাকবে হুতি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com