ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৮
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ২১:০৫
ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেক মানুষ। দেশটির সিভিল ডিফেন্স অফিস ১৯ নভেম্বর, রবিবার এ তথ্য জানিয়েছে।


শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপের গভীরে ভূমিকম্প আঘাত হানার পর ৬ জনের মৃত্যু হয় এবং দুজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ দুজনের মৃত্যু হয়েছে বলে আজ নিশ্চিত করেছে ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবারের ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় সাগর, যার উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে।


রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই ভূমিকম্পে মৃত্যুর সর্বশেষ এই ঘটনা ঘটেছে সারাঙ্গানি প্রদেশে। বাকিরা দক্ষিণ কোটাবাতো এবং দাভাও অক্সিডেন্টাল প্রদেশে নিহত হয়।


শুক্রবারের ভয়াবহ ওই ভূমিকম্পে ১৩ জন আহত হয় এবং ৫০টিরও বেশি বাড়ি এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এ অঞ্চলকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছে।


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com