এবার যুক্তরাজ্যের আবাসন বিষয়ক মন্ত্রী বরখাস্ত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২১:২০
এবার যুক্তরাজ্যের আবাসন বিষয়ক মন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার যুক্তরাজ্যের আবাসন বিষয়ক মন্ত্রী র‌্যাচেল ম্যাকলিন বরখাস্ত হয়েছেন। ১৩ নভেম্বর, সোমবার তাকে বরখাস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা। ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশদের আন্দোলনে পুলিশি ভূমিকা নিয়ে গত সপ্তাহে এক নিবন্ধে প্রশ্ন তোলেন ব্রেভারম্যান। তার ওই মন্তব্য ফিলিস্তিনপন্থীদের আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে করে চাপে পড়েন ঋষি সুনাক। এরপরই পদ থেকে বহিষ্কার করা হয় ব্রেভারম্যানকে। এরপর ব্রেভারম্যানের স্থলাভিষিক্ত হন জেমস ক্লেভারলি। তিনি ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শূন্য হয়ে পড়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ। সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।


এদিকে বরখাস্ত হওয়ার খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ নিজের হতাশা প্রকাশ করেন র‌্যাচেল। রেডিশের এই এমপি বলেন, ‘এই সংবাদে আমি হতাশ।’


তবে তাকে উৎসাহ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী কেমি বাডেনোস। এক পোস্টে তিনি বলেন, `র‌্যাচেল ম্যাকলিনের প্রস্থানে আমি ব্যথিত। আপনি দারুণ একজন মন্ত্রী ছিলেন।’


৫৮ বছর বয়সী র‌্যাচেল ২০১৭ সাল থেকে কনজারভেটিভ এমপি। চলতি বছর ৭ ফেব্রুয়ারি তিনি আবাসন বিষয়ক দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন।


বিবার্তা/এলএ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com