মালিকের ফেরার অপেক্ষায় ৪ মাস ধরে মর্গের সামনে প্রভুভক্ত কুকুর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১৮:৫২
মালিকের ফেরার অপেক্ষায় ৪ মাস ধরে মর্গের সামনে প্রভুভক্ত কুকুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও প্রমাণিত হলো কুকুর মানুষের সেরা বন্ধু। হাসপাতালের মর্গে মালিক। বাইরে তার অপেক্ষায় পোষা কুকুর। প্রায় চার মাস মালিকের অপেক্ষায় সেই কুকুর। তাকে শেষবার হাসপাতালের মর্গে নিতে দেখেছিল তারই পোষ্য কুকুর। এরপর থেকে মালিকের দেখা না পাওয়ায় সেখানেই অপেক্ষা করছে কুকুরটি।


ভারতের কান্নুর জেলার এই ঘটনাটি অনেকটা বাস্তব জীবনের ‘হাচিকো’র মতো। আকিতা সিনেমায় যেভাবে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত কুকুর যে ৯ বছরেরও বেশি সময় ধরে রেলস্টেশনে তার প্রভুর জন্য অপেক্ষায় ছিল। এমনকি তার জীবনের শেষ দিন পর্যন্ত– কারণ কুকুরটি জানত না তার প্রভু মারা গেছে।


ভারতের কান্নুর জেলা হাসপাতালের মর্গের সামনে ওই কুকুরটিকে তার মৃত মালিকের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত গত চার মাস ধরে কুকুরটি তার মালিকের জন্য অপেক্ষা করছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।


কান্নুর জেলা হাসপাতালের কর্মকর্তা বিকাশ কুমার বলেন, চার মাস আগে হাসপাতালে একজন রোগী এসেছিলেন। এ সময় রোগীর সঙ্গে তাঁর কুকুরটিও ছিল। একপর্যায়ে রোগীটি হাসাতালে মারা যান। তাঁর মরদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় সেটি দেখে কুকুরটি। এরপর থেকে কুকুরটি এই জায়গা ছেড়ে যাচ্ছে না। গত চার মাস ধরে এখানে আছে সে।


বিকাশ কুমার বলেন, কুকুরটির আচরণ অনেক ভালো। কোন ধরনের সমস্যা সৃষ্টি করে না।


এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুকুরটিকে মর্গের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।


ভিডিওতে নেটিজেনদের কাছ থেকে বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে। অনেকে এটিকে জাপানের হাচিকো কুকুরের সঙ্গে তুলনা করছেন। জাপানের টোকিওর শিবুয়া স্টেশনের বাইরে হাচিকো নামের একটি পোষ্য কুকুর তার মালিকের মৃত্যুর পর প্রায় ১০ বছর অপেক্ষা করেছিল। এই গল্পটি সারা বিশ্বের মানুষের হৃদয়ে দোলা দেয়।


এরপর স্টেশনের বাইরে একটি মূর্তি নির্মাণ করা হয়। এটি জাপানের সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং অনেকে পর্যটককের দৃষ্টি আকর্ষণ করে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com