কেরালায় খ্রিস্টানদের প্রার্থনার সময় একাধিক বিস্ফোরণ, হতাহত ৩৭
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৩৯
কেরালায় খ্রিস্টানদের প্রার্থনার সময় একাধিক বিস্ফোরণ, হতাহত ৩৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে একাধিক বিস্ফোরণে একজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৯ অক্টোবর) খ্রিস্টান সম্প্রদায় জেহোভা’স উইটনেসের প্রার্থনার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, কেরালার কালামাসেরি শহরে প্রায় ২ হাজার মানুষ ওই প্রার্থনায় অংশ নেন। প্রার্থনার মধ্যেই প্রথম বিস্ফোরণটি হয়।


এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা দুটি বিস্ফোরণ শুনেছি।


বিস্ফোরণের ঘটনকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com