কাজাখস্তানে খনি দুর্ঘটনায় নিহত ২১, নিখোঁজ ২৩
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৮
কাজাখস্তানে খনি দুর্ঘটনায় নিহত ২১, নিখোঁজ ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাজাখস্তানে লুক্সেমবার্গভিত্তিক বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তলের একটি খনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। খবর রয়টার্স


এখনো পর্যন্ত ২৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার সময় কোসতেনকো খনিতে ২৫২ জন শ্রমিক কাজ করছিলেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এখন পর্যন্ত আহত ১৮ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট টোকায়েভ ওই ইস্পাত কোম্পানিতে বিনিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি এই কোম্পানিকে জাতীয়করণ করতে চান বলে জানা গেছে।


দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।


সরকার বলছে, দেশের বৃহত্তম এই ইস্পাত মিল পরিচালনাকারী সংস্থাটিকে জাতীয়করণের জন্য একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে।


দেশটিতে আর্সেলরমিত্তল পরিচালিত খনিতে এ নিয়ে গত দুই মাসে দ্বিতীয় বারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটলো। এর আগে গত আগস্টে এই কোম্পানির কারাগান্ডে নামের একটি খনিতে অগ্নিকাণ্ডে চার শ্রমিকের মৃত্যু হয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com