ডালিমের মধ্যে ৯ লাখ ভয়ঙ্কর মাদক ‘ক্যাপ্টাগন’ পিল জব্দ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫০
ডালিমের মধ্যে ৯ লাখ ভয়ঙ্কর মাদক ‘ক্যাপ্টাগন’ পিল জব্দ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভয়ঙ্কর মাদক ক্যাপ্টাগনের বিশাল একটি চালান জব্দ করা হয়েছে। সৌদি আরবে ৯ লাখের বেশি ক্যাপ্টাগন পিল ডালিমের চালানের মধ্যে দিয়ে পাচারের সময় তা আটকে দেয়া হয়।


মঙ্গলবার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সৌদির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটির (জেডএটিসিএ) শুল্ক কর্মকর্তারা ডালিমের মধ্যে লুকিয়ে রাখা পিলের স্বচ্চ প্যাকেটগুলো উদ্ধার করে। তারা ৯ লাখ ৩২ হাজার ৯৮০টি পিল খুঁজে পায়। চালানটি একটি নিয়মিত শুল্ক পরিদর্শন প্রক্রিয়ার অধীন ছিল। তাদের উন্নত নিরাপত্তা কৌশলে শনাক্ত করা হয় এই চালান।


বড়িগুলি জব্দ করা হয় এবং তারপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ যে দুজন ব্যক্তির ঠিকানায় এই চালানটি যাচ্ছিল তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করে।


সিরিয়াতে গত দশকে যে গৃহযুদ্ধ চলেছিল এর মধ্যেই দেশটি পরিণত হয় একটি ‘নারকো-স্টেটে’। সেখানে এখনও ক্যাপ্টাগন নামের ভয়ঙ্কর মাদক উৎপাদন ও দেশে-দেশে পাচারের এক রমরমা ব্যবসা। এই ক্যাপ্টাগন বড়ি খেয়ে ইসলামিক স্টেটের যোদ্ধারা একসময় রাতদিন যুদ্ধ করতো। এই মাদকের ব্যবসা এখন শুধু সিরিয়ায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয় ভয়াবহ দুর্ভোগ।


সিরিয়া ও লেবাননে অত্যন্ত সস্তায় উৎপাদিত হয় এই ক্যাপ্টাগন। এটা এখন পরিচিত হয়ে উঠেছে 'গরিবের কোকেন' নামে। চিকিৎসকরা বলেন, মস্তিষ্কের ক্ষতি হওয়ার মতো মারাত্মক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এই মাদকের।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com