প্রথমে পিটালেও পরে ভালো আচরণ করেছে হামাস: লিফশিচজ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:২০
প্রথমে পিটালেও পরে ভালো আচরণ করেছে হামাস: লিফশিচজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতার ও মিসরের মধ্যস্থতায় সোমবার (২৩ অক্টোবর) দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস। তাদের মধ্যে একজন হলেন ৮৫ বছর বয়সী ইউচেভড লিফশিচজ। হামাসের কাছ থেকে ছাড়া পাওয়ার পর এ নারীকে তেল আবিবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে হামাসের হাতে আটক থাকার অভিজ্ঞতা শুনিয়েছেন ইউচেভড। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


সাংবাদিকদের ইউচেভড বলেন, মনে হচ্ছিল নরকের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি যে আমাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।


ইসরায়েলি এ বৃদ্ধা জানান, তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ভেজা মাঠ দিয়ে কয়েক কিলোমিটার হাঁটিয়ে সুড়ঙ্গের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল।


তিনি বলেন, আমি যখন বাইকে ছিলাম, তখন আমার মাথা একদিকে ছিল এবং আমার শরীরের বাকি অংশ অন্য দিকে ছিল। পথে যুবকরা আমাকে মারধর করে। তারা আমার পাঁজর ভাঙেনি কিন্তু এটি বেদনাদায়ক ছিল এবং আমার শ্বাস নিতে অসুবিধা হয়েছিল।


ইউচেভড জানান, গাজায় সুড়ঙ্গে নেওয়ার পরই তার সঙ্গে ভালো আচরণ শুরু করে হামাস সদস্যরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com