ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা, আহত ৫
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ২২:৪১
ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা, আহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা হয়েছে। এ হামলায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছেন।


বিবিসি জানিয়েছে, ‘হামাস গত কয়েক মিনিটে তেল আবিবে রকেট হামলা চালানোর পর মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।’


ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বলছে, ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর বা অন্য কোথাও এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিছু মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানে আহত মানুষের সংখ্যা পাঁচজন বলে জানা গেছে।


এ বিষয়ে বিবিসি জানিয়েছে, মধ্য ইসরায়েলে রকেট হামলার পরে পাঁচজন সামান্য আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।


পাঁচজনের মধ্যে দুজন রকেটের ধারালো টুকরোর আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম বেয়ার ইয়াকভ (৪৫) এবং আরেকজনের নাম হোলোনে (৪০)।


ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বলছে, আহত বাকি তিনজনের মধ্যে দুজন বয়স্ক ব্যক্তি এবং একজন ৩৫ বছর বয়সী নারী।


স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এ রকেট হামলার পর মধ্য ইসরায়েলের চারপাশে বিমান হামলার সাইরেন বেজে উঠে। ৭ অক্টোবরে পর এটা হামাসের সবচেয়ে বড় রকেট হামলা।


সূত্র: বিবিসি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com