ইসরায়েলিদের মিসর ও জর্ডান ছাড়ার নির্দেশ, সর্বোচ্চ সতর্কতা জারি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:৫৯
ইসরায়েলিদের মিসর ও জর্ডান ছাড়ার নির্দেশ, সর্বোচ্চ সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হামাসের সঙ্গে চলা লড়াইয়ের উত্তেজনা মিসর ও জর্ডানে ছড়িয়ে পড়ার শঙ্কা করছে ইসরায়েল। এজন্য দেশ দুটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের সেখান থেকে চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মরোক্কোতেও ইসরায়েলিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। একইসঙ্গে দেশগুলোতে ইসরায়েলি পর্যটকদের না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


শনিবার (২১ অক্টোবর) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।


গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ মিসর (সিনাইসহ) এবং জর্ডানের ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ সতর্কতাকে লেভেল-৪-এ (সর্বোচ্চ হুমকি) উন্নীত করেছে। এই দেশগুলোতে ভ্রমণ না করা এবং সেখানে অবস্থানকারীদের অবিলম্বে ইসরায়েলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।


মরক্কোর জন্য ‘৩’ নম্বর সতর্কতা জারি করে বিবৃতিতে বলা হয়, যুদ্ধ থামা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত মরক্কোয় ভ্রমণের কোনো প্রয়োজন নেই।


ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে, অন্য যে দেশগুলোকে এড়িয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং মালদ্বীপ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com