ইসরায়েলি বোমা হামলায় ৯ জাতিসংঘ কর্মী নিহত
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:২৩
ইসরায়েলি বোমা হামলায় ৯ জাতিসংঘ কর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় শনিবার শুরু হওয়া গত পাঁচ দিন ধরে চলা ইসরায়েলের বোমা হামলায় ৯ জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন।


১১ অক্টোবর, বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।


সংস্থাটির যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট তোমা বলেছেন, সংঘাতের সময়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সবার আগে। যুদ্ধের আইন অনুসারে তাদের সুরক্ষা দেয়া উচিত বলে মনে করেন তিনি।


এদিকে, উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সদর দফতরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই উদ্ধারকারী সংস্থাটি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


১৯৪৯ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ‘ইউনাইটেড ন্যাশন্স রিলিফ ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)’ গঠন করা হয়। গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননের শরণার্থীদের শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানবিক সহযোগিতা প্রদানে কাজ করে থাকে সংস্থাটি।


গত শনিবার ভোরে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এরপর দখলকৃত গাজায় গত সোমবার থেকে খাদ্য, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। সংঘাতের পঞ্চম দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরায়েলি হামলায় নিহত ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com